আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে বাংলাদেশ। বেশ শক্তপোক্ত অবস্থানে থাকা টাইগারদের মিশন এবার দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বাইশ গজের লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
বাংলাদেশের এমন আশার পালে হাওয়া দিচ্ছে ওয়ানডেতে দলের সাম্প্রতিক ফর্মও। শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছেন তামিমরা। সবশেষ ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে জিতেছেন ওয়ানডে সিরিজ। বিদেশের মাটিতে শেষ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়াচ্ছে টাইগারদের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের একমাত্র সুখস্মৃতি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে ওয়ানডেতে পরাশক্তি খেতাব পাওয়া তামিমরা আছেন ওয়ানডে সুপার লিগের শীর্ষে। আর দক্ষিণ আফ্রিকা আছে দশে। তাই মাঠের পারফর্ম্যান্সেও যে তারই ছাপ ফেলতে চাইবে বাংলাদেশ, তা বলার অপেক্ষা রাখেনা।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: জ্যানেমান মালান, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, কাইল ভেরিন (উইকেটরক্ষক), অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।